শ্যালা নদীতে ডুবে যাওয়া জাহাজের তেলের প্রভাবে সুন্দরবনের তেমন কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। মন্ত্রী বলেন, “আমরা বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে এতে খুব বেশি ক্ষতি হবে না।”
সুন্দরবনে ট্যাংকার ডুবির ঘটনায় চাঁদপাই রেঞ্জ পরিদর্শনকালে শনিবার দুপুর পৌনে ১টার দিকে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তেলের কারণে সুন্দরবনে খুব বেশি প্রভাব পড়বে না। ডলপিনেরও ক্ষতি হবে না। তেল বনের ভেতর বিস্তৃত হয়নি। খালের মুখে জাল দিয়ে বাধা দেয়ায় তেল বনে ডুকতে পারেনি। ভাসমান তেল চলে যাচ্ছে, তাছাড়া স্থানীয়রা তেল উঠিয়ে নেয়ায় আস্তে আস্তে তেলের প্রভাব কমছে।
মন্ত্রী জানান, বাগেরহাটের চাঁদপাই রেঞ্জে নৌরুট বন্ধ করা হবে কিনা এ বিষয়ে সরকার রোববার সিদ্ধান্ত হবে।
শাজাহান খান বলেন, ‘রেঞ্জটির নৌরুট সাময়িকভাবে বন্ধ থাকায় মংলা বন্দরে এর প্রভাব পড়তে শুরু করেছে। পণ্য ওঠানামা করতে সমস্যা হচ্ছে।’
তিনি বলেন, “বিষয়টি আমরা দুর্ঘটনার দিন বিকেলে জানতে পারি। এ কারণে দ্রুত ব্যবস্থা নিতে পারিনি।”