শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার নির্বাচনের তফসিল ঘোষনার পরও নির্বাচন না দিয়ে পকেট কমিটি করতে মাদ্রাসা সুপার মাওলানা আমিনুল ইসলাম পায়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির সমর্থক বলে পরিচিত সুপার নিজের অবস্থান টিকিয়ে রাখতে এখন আওয়ামীলীগ হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
গত রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানায়, মাদ্রসার প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য জয়নাল আবেদীন প্রধান।
অভিযোগ সূত্রে জানা যায়, তফসিলের মেয়াদ শেষ হলেও মনোনয়ন বিক্রি করেনি মাদ্রাসা সুপার। পকেট কমিটি করার জন্য দফায় দফায় মিটিং করেছেন মাদ্রাসা সুপার।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
খোঁজ নিয়ে জানা যায়, মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম বিএনপি-জামাত জোট সরকারের আমলে বিএনপির সমর্থক ছিলেন। এখন তিনি আওয়ামীলীগের সমর্থক বলে চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় আওয়ামীলীগ সমর্থকেরা বলছেন, মাদ্রাসার জমি দাতাকে বাদ দিয়ে কমিটি করে আওয়ামীলীগ সরকারের দূর্নাম করার চেষ্টা করছেন বিএনপি সমর্থক ওই সুপার।
এ ব্যাপারে সুপারের সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়ায় যায় নি।