টিমমেমটদের ১০ হাজার ডলারের ঘড়ি উপহার দিলেন রোনালদো

Slider

image_162493.cr7 watchএবারও ফিফার বিশ্ব বর্ষসেরা ফুটবলারের পুরস্কার “ব্যালন ডি’অর” এর বড় দাবিদার ক্রিশ্চিয়ানো রোনালদো। গেলবার এই পুরস্কার জিতেছেন। তবে ফিফার ক্যাটাগরিতে “ফিফা ওয়ার্ল্ড টিমমেট অব দ্য ইয়ারে”র পুরস্কার দেবার চল থাকলে সেটাও উঠত পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের সুপারস্টার রোনালদোর হাতে! দলের সবাইকে অসাধারণ এবং অমূল্য এক বিশেষ উপহার দিয়ে “আদর্শ টিমমেট” হিসেবে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিলেন সিআর-৭।
টিমমেমটদের ১০ হাজার ডলারের ঘড়ি উপহার দিলেন রোনালদো
গেল মে মাসের ঘটনা। অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। হয়েছে “লা ডেসিমা”। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ওটা রিয়ালের দশম মুকুট জয়। এই অনন্য জয়ের জন্য দলের সবাইকে উপহার দিলেন রোনালদো। শ্রদ্ধা আর সম্মান জানালেন সবার হাতে অনেক দামি ঘড়ি পরিয়ে দিয়ে।
বুলগারি ওয়াচটিতে লেখা আছে “লা ডেসিমা”। প্রত্যেক ঘড়িতে রোনালদোর জার্সি নম্বর “সিআর সেভেন” লেখা। সেই সাথে আছে দলের সব খেলোয়াড়ের নাম। ঘড়িটির দাম কত? এই প্রশ্ন নিশ্চয়ই আসে মনে। প্রত্যেকটি ঘড়ির দাম ৮,২০০ ইউরো বা ১০,২০০ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *