তারেকের সঙ্গে বৈঠক শেষে নিউ ইয়র্কে ফিরেছেন খোকা

রাজনীতি
image_162491.s h khokaলন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে নিউ ইয়র্কে ফিরেছেন ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। সুস্থ হলেই দেশে ফিরবেন উল্লেখ করে তিনি বলেন, মামলা আর গ্রেপ্তারে তাঁর কোন ভয় নেই। ছোটবেলা থেকেই আন্দোলন-সংগ্রাম করে বড় হয়েছেন তিনি। মুক্তিযুদ্ধ করেছেন। এখন কিসের ভয়। বাকি জীবন তিনি মানুষের অধিকার আদায়ের আন্দোলন করেই কাটিয়ে দেবেন। গত বুধবার নিউ ইয়র্কে ফিরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
খোকা বলেন, দেশের মানুষ ভালো নেই। একটা কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ দিন যাপন করছে- তারেক রহমান তা লন্ডনে বসেই অনুধাবন করছেন। এসব ঘটনা  মোকাবেলা করেই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, মুক্তিযুদ্ধের মূল চেতনা ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন তারেক রহমান। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে। তারপরও চিকিৎসার অগ্রগতি হলেই তিনি দেশে ফিরে যেতে চান। গত বুধবার নতুন করে আবারও তার সিটি স্ক্যান করা হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর নতুন করে চিকিৎসা চলবে আরো কিছুদিন বলে জানান তিনি।
লন্ডনে তারেক রহমানের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে খোকা বলেন, তারেক রহমান আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, আর আমিও দলের একজন ভাইস চেয়ারম্যান। তাঁর সঙ্গে আমি দেখা করতেই পারি। তাঁর সঙ্গে দল ও দেশে বিরাজমান  অবস্থা নিয়ে কথা হয়েছে। তাঁর শারিরীক অবস্থারও খোঁজ-খবর নিয়েছি। তাঁর শরীর এখন ভালোর দিকে, তবে নিয়মিত ফিজিক্যাল থেরাপি নিতে হচ্ছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *