বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে চট্টগ্রাম নগরজুড়ে কখনো থেমে থেকে কখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃহস্পতিবার দিনভর এমন বৃষ্টি দেখা গেছে।
সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরে ২৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির কারণে জনজীবনে কিছুটা ছন্দপতনও ঘটেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী ও পথচারিদের নানাভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে। তাছাড়া ছিল যানবাহন সংকট।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, ‘তিতলি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় আঘাত হেনেছে। এর প্রভাবে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ’
জানা যায়, বৃষ্টির কারণে দিনভর ছিল যানবাহন সংকট। সঙ্গে ছিল যানজট। তাছাড়া বৃহস্পতিবার হওয়ায় যানজটের মাত্রা একটু বেশিই ছিল।
নগরের জুবিলী রোড, কোতোয়ালি মোড় এলাকা, আগ্রাবাদ বাদামতল, চৌমুহনি, জিইসি, ২ নং গেট, মুরাদপুরসহ বিভিন্ন সড়কে যানজট দেখা যায়।