শারমিন সরকার
ব্যুরো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর: ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগে মোঃ মাসুম (১৬) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
সে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়নের ডুমবাড়ী চালা গ্রামের আজম আলীর ছেলে।
রোবাবর দুপুরে তাকে আটক করা হয়েছে।
শ্রীপুর থানা উপ-পরিদর্শক হেলাল উদ্দিন জানান, উপজেলার তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের স্কুল পড়–য়া মেয়ে (১৬) কে দীর্ঘদিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মাসুম। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটে মাসুম সম্প্রতি সাদিয়ার নামে ফেসবুকে একাউন্ট খুলে। ওই একাউন্টে বিভিন্ন সময়ে আপত্তিকর ছবি প্রকাশ করত। এ বিষয়ে থানায় অভিযোগ হলে পুলিশ তাকে আটক করে।