আফগানিস্তানে আসন্ন পার্লামেন্ট নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তালিবান। একইসঙ্গে বিদেশি সেনা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা।
আফগানিস্তানে ইতিমধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এমনিতেই নির্বাচন নিয়ে হুমকি দেখা দিয়েছে। তার ওপর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ থাকায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
এর প্রতিবাদে তারা নির্বাচন ঠেকানোর জন্য বিক্ষোভ শুরু করেছে। আফগান তালিবানদের পক্ষ থেকে নির্বাচনে ভোট না দিতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে ভোটার কেন্দ্রে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে।
এক বিবৃতিতে তালেবান মার্কিন দূত জালসৈায় খালিলজাদের কথা উল্লেখ করেছেন। তিনি তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে দেখা করেছেন তিনি। খালিজাদ বলেছেন, শান্তি একটি পবিত্র প্রক্রিয়া।
আমেরিকা সবসময়ই আফগান জনগণের পক্ষে আছে। এরপর পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার সফর করবেন। আগামী ২০ অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।