যুদ্ধের চেয়েও দ্বিগুণ পরিমাণ মানুষ মারা যায় আত্মহত্যায় : গবেষণা

Slider বিচিত্র

মারণ রোগের মতই বেড়েছে আত্মহত্যার প্রবণতা। প্রত্যেক ৪০ সেকেন্ডে এটি কেড়ে নেয় এক মানুষের প্রাণ।

এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার তথ্য। প্রত্যেক বছর প্রায় ৮,০০,০০০ মানুষ আত্মহত্যা করেন।
আরও একটি আশ্চর্যের বিষয় যুদ্ধক্ষেত্রের প্রায় দ্বিগুণ পরিমাণ মানুষ মারা যান সুইসাইডে। গবেষণার তথ্য অনুযায়ী, সারা পৃথিবীতে সন্ত্রাস, যুদ্ধ, নানা রোগের কারণে প্রচুর মানুষ নিহত হন। কিন্তু তার থেকেও বেশি মানুষ আত্মহত্যার কারণে মারা যান।

তথ্য অনুযায়ী, ২০১৬ সালে আত্মহত্যা করেছিল ৮১৭,১৪৮ জন। অন্যদিকে, সন্ত্রাস ও বিবিদ কারণে মৃতের সংখ্যা ৩৯০,৭৯৪ জন। বিশ্ব জুড়ে আত্মহত্যার সংখ্যাতে রয়েছে যথেষ্ট ভিন্নতা। ভারত, ইউকে, ইউএসের মত দেশগুলিতে আত্মহত্যার সংখ্যা ছিল চোখে পড়ার মত।
আত্মহত্যা বিষয়টিই ভীষণ জটিল। হতাশা, আঘাত, অতিরিক্ত চাপ ইত্যাদি বিষয়গুলির মিলিত প্রভাব আত্মহত্যার প্রবণতাকে বাড়িয়ে তোলে। আত্মহত্যার এই তথ্য অনেকটা অ্যালার্মের মত। বেশ কিছু এনজিও বিষয়টি নিয়ে তৎপরতা দেখিয়েছে। মানুষকে হতাশা, আঘাতের মত বিষয়গুলি থেকে সরিয়ে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *