বেশ বড় ধরণের পড়তে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এবং তার পরিবারের জমি-বাড়ির কারবারে বিপুল পরিমাণ কর ফাঁকির তথ্য করে দিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র তাদের কাছে আছে। তাদের প্রকাশিত
সেই প্রতিবেদনের ভিত্তিতেই কয়েকশো কোটি ডলার কর ফাঁকি দেওয়ার অভিযোগে এর মধ্যেই ট্রাম্পের সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিউ ইয়র্কের আয়কর দপ্তর।
ট্রাম্পের এই কর ফাঁকি কার্যত ‘বেপরোয়া জালিয়াতি। সমস্ত অভিযোগ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত বিধিবদ্ধ উপায়ে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক আয়কর বিভাগের মুখপাত্র জেমস গ্যাজেল।
যদিও ট্রাম্পের আইনজীবী দলের সদস্য চার্লস জে হার্ডার বলেছেন, নিউ ইয়র্ক টাইমসের তোলা জালিয়াতি ও কর ফাঁকির অভিযোগ ১০০ শতাংশ মিথ্যে। ট্রাম্পদের কেউই কর ফাঁকি দেয়নি বা জালিয়াতি করেনি। নিউ ইয়র্ক টাইমস যে নথিপত্রের ভিত্তিতে এই অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ ভুল।