নগরীর চাক্তাই খালে পণ্যবোঝাই একটি ট্রলারে আগুন লেগেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় ওই ট্রলারে বেশ কয়েকটি কেরোসিন তেলের ড্রাম ছিল। আগুনে সবকটি ড্রাম পুড়ে গেছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, পণ্যবোঝাই একটি ট্রলারে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, লামারবাজার ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৬টি গাড়ি গেছে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে নিরূপণ করা হয়নি বলে জানান তিনি।