ইরানে চোরাই মদ পান করে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে রবিবার দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছ। এছাড়া বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে আরও তিন শতাধিক।
এ ব্যাপারে জরুরি সেবা বিভাগের মুখপাত্র মোজতাবা খালেদি জানিয়েছেন, পাঁচটি প্রদেশের প্রায় ১৭৬ জন লোক এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ইরানে মদপান দণ্ডনীয় অপরাধ। মদ বিক্রি আইনত নিষিদ্ধ হলেও দেশটিতে চোরাই মদ ব্যাপকভাবে পাওয়া যায। ইরানের ইতিহাসে চোরাই মদপানে মৃত্যুর এই ঘটনাকে সবচেয়ে বাজে ঘটনাগুলোর একটি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।