মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবায় যুক্ত আছে বাংলাদেশের ৫ কোটি মানুষ। ব্যাংক এখনো মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি বিধায় দেশে ৬০ শতাংশ মানুষ এখনো ব্যাংকিং সুবিধার আওতার বাইরে, যা নারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ‘বাংলাদেশে মেটলাইফ ফাউন্ডেশন ও মাইক্রোসেভ’র যৌথ উদ্যোগে আই থ্রি (ইনোভেট অর্থাৎ উদ্ভাবন, ইমপ্লিমেন্ট অর্থাৎ বাস্তবায়ন এবং ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির ও মেটলাইফ বাংলাদেশের মহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করিম প্রমুখ।
মোস্তাফা জব্বার বলেন, মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন সুবিধা দ্রুত চালু করা উচিত। তাহলে এক প্রতিষ্ঠানের গ্রাহক অন্য প্রতিষ্ঠানের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারবেন, যেমনটা আমরা এখন ব্যাংকগুলোর মধ্যে করতে পারি।