মানবতার সেবায় ছাত্রলীগ এই স্লোগানকে সামনে রেখে ইতালির নাপলীতে স্বেচ্ছায় রক্তদান করেছে বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা। ইতালির নাপলীতে গত বছরের ন্যায় এ বছরও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী গ্রহণ করে।
ব্লাড ডোনেট এজেন্সী আবিসকে ১২ ব্যাগ রক্ত দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত থেকে সেচ্ছায় রক্ত দেন ইতালি ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন হাওলাদার,সহ সভাপতি অনিক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, শাহীন শাহারিয়া, দপ্তর সম্পাদক সুমন কাজী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমরান হাওলাদার, সদস্য অলিউর রহমান ছাড়াও ছাত্রলীগ নেতা মিঠুন হাওলাদার বাবু, মাসুদুর রহমান রুহুল আমিন খান লিটন, হামজা আহমেদ,আবুল হোসেন হাওলাদার, সহিদুল বেপারী, সুমন মিয়া, রাসেল বেপারী, ইস্রাফিল হাওলাদার। এছাড়াও ইতালী ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারন সম্পাদক রিয়াজ হোসেন, নাপলী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদ। এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ শুধু রাজনীতির কারনেই নয় মানব সেবায়ও ছাত্রলীগ সব সময় প্রস্তুত ।