চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ৯ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০টি ককটেল ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি- আটক শিবির কর্মীরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বসে নাশকতার পরিকল্পনা করছিল।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাতনেতা শরিফুল ইসলাম পরিষদের সভাকক্ষে শিবিরের একদল নেতাকর্মীকে নিয়ে গোপন বৈঠক করছিল। গোপন সূত্রে খবর আসে, তারা সেখানে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় দামুড়হুদা মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ কয়েকজন পালিয়ে গেলেও আটক করা হয় শিবিরের ৯ নেতাকর্মীকে।
এসময় উদ্ধার করা হয় ১০টি ককটেল ও চাঁদা আদায়ের রশিদ। পলাতক চেয়ারম্যান শরিফুল ইসলামকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।