বরিশালে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘সমাজের প্রতিটি স্তরে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে’ স্লোগান নিয়ে শনিবার দুপুরে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে সমাজসেবা অধিদফতরের আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদফরের মাধ্যমে তাদের বিউটিফিকেশন ও দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল বিভাগে তালিকাভূক্ত ৬২ জন হিজড়াকে পর্যাক্রমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা স্বাবলম্বী হতে পারবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।