ঢাকা: শেষ পর্যন্ত নির্বাচন না করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি। কারণ আমি তো আর নির্বাচন করছি না।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, হ্যাঁ, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমি আর নির্বাচন করছি না। আমার ভাই সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী নির্বাচন করবে, আমি তার সমর্থক হয়ে কাজ করবো। নির্বাচন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের কথা বলে তারা যেটা বলছেন, সেটা অবাস্তব, অবান্তর ও বোগাস। নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ এখন বিশ্বে রোলমডেল। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। সেটা তাদের ভুল ছিল। তাই বলে কেউ তো বলছে না যে ওই নির্বাচন সুষ্ঠু হয়নি? শেখ হাসিনার অধীনে সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে।