ঢাকা: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগের একাংশ। বীরগঞ্জ ও কাহারোল উপজেলার আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সমন্বয়ে গঠিত আওয়ামী ঐক্য পরিষদের ডাকে এমপি মনোরঞ্জন শীল গোপালকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে। এ সময় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখা হয়। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয় চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বীরগঞ্জ-কাহারোল আওয়ামী ঐক্য পরিষদ। সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে অবাঞ্চিত ঘোষণা সম্মলিত ব্যানার নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে কেউ কেউ ঝাড়– নিয়ে সমাবেশ স্থলে হাজির হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির আহ্বায়ক এ্যাডভোকেট হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক নেতা আবু হুসাইন বিপুসহ অন্যরা। এ সময় বক্তারা এমপি গোপালের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি তুলে ধরেন। তাকে আগামি নির্বাচনে দিনাজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহবান জানান।