আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে সামরিক শক্তিতে ভয়ঙ্কর হয়ে উঠছে চীন। এ নিয়ে সতর্ক বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।
তারই জের ধরে প্রতিরক্ষায় নজরদারির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ড্রোনসহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চলেছে ভারত। পাশাপাশি, গোপন সন্ত্রাসবাদী কার্যকলাপের ওপর নজর রাখতে কৃত্রিম উপগ্রহের দেওয়া তথ্যাদিও এবার আদান-প্রদান করতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র।
সে ব্যাপারে দ্বিপাক্ষিক চুক্তির শর্তাবলী চূড়ান্ত করতে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। আলাদাভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও।
এ ব্যাপারে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন দু’টি বৈঠক কোন প্রতীকী বৈঠক নয়। রাশিয়া ও ইরানের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও অন্যান্য সম্পর্ক নিয়ে ভারত-মার্কিন সম্পর্কে যে টানাপড়েন চলছে গত কয়েক দশক ধরে, সেই দূরত্ব উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আক্ষরিক অর্থেই, সামরিক শক্তিতে দু’টি দেশের কাছাকাছি আসার ক্ষেত্রে আসন্ন বৈঠক পথপ্রদর্শক হয়ে দাঁড়াবে। দু’টি দেশের প্রতিরক্ষা-সংক্রান্ত কয়েকটি চুক্তি স্বাক্ষরের ভিত গড়ে দেবে সীতারামন-ম্যাটিস ও সুষমা-পম্পেওর আসন্ন বৈঠক।