মোঃ জাকারিয়া/সোলায়মান সাব্বির, গাজীপুর অফিস: বাংলাদেশের বর্তমান ১৩টি সিটিকরপোরেশনের মধ্যে সবচেয়ে বড় সিটিকরপোরেশন গাজীপুর সিটিকরপোরেশনের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র আলহাজ এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের শুভযাত্রা হল ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে।
আজ ৪ সেপ্টেম্বর গাজীপুর মহানগরের রাজবাড়ি মাঠে দিনব্যাপী এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেয়র হিসেবে দায়িত্ব নিলেন গাজীপুর সিটি মেয়র আলহাজ এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম।
গাজীপুরের জেলা প্রশাসক ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেলক হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর-২ আসনের এমপি জাহিদ বাহসান রাসেল, ঢাকা দক্ষিন সিটিকরপোরেশনের মেয়র মোঃ সাঈদ খোকন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আখতার উজ্জামান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমূখ।
দায়িত্ব গ্রহন শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপির নেতৃত্বে একটি দল সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়।