কলকাতা: দুই বছরের ব্যবধানে কলকাতায় ফের উড়ালপুল ভেঙে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ২০১৬ সালের ৩১শে মার্চ নির্ণীয়মান পোস্ত উড়ালপুলের একাংশ ভেঙে পড়েছিল। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ দক্ষিণ কলকাতার তারা তলার কাছে মাঝেরহাট উড়াল পুলের প্রায় একশ মিটার অংশ আচমকাই ভেঙে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ভাঙা অংশের নিচে চাপা পড়ে রয়েছেন অনেক মানুষ। অনেক গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে।
উড়ালপুলের উপর দিয়ে সেই সময় দুটি বাস যাচ্ছিল বলে জানা গেছে। ফলে অনেক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। অসমর্থিত সুত্রে বলা হযেছে, সন্ধ্যে পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। চারিদিকে আরও বেশ কয়েকটি লাশ ছড়িয়ে রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের নিচ থেকে চাপা পড়ে থাকা মানুষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে অনেক বাইক আরোহী রয়েছেন বলে জানা গেছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর জওয়ানরাও উদ্ধারে হাত লাগিয়েছে। উড়ালপুলের বাকি অংশ যাতে ভেঙে আরও মারাত্মক পরিস্থিতির তৈরি না হয় সেজন্য ভাঙা অংশের বীম ও পিলারকে সাপোর্ট দিয়ে ধরে রাখা হচ্ছে। উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দার্জিলিং সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরসূচি কাটছাঁট করে বুধবারই কলকাতায় ফিরছেন তিনি। দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুরসভার আধিকারিকরা। ভাঙা উড়ালপুলে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। মনে করা হচ্ছে, মুখ থুবড়ে পড়া গাড়ি ও আটকে পড়া বাসের মধ্যে আর কেউ আটকে নেই। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ প্রচন্ড আওয়াজ করে উড়ালপুলের মাঝের অংশ ভেঙে পড়ে। এই উড়ালপুলটি মাঝেরহাট ব্রিজ বলে পরিচিত। ব্রিজটি অনেক পুরানো বলে জানা গেছে। তবে এর রক্ষণাবেক্ষনের অভাব ছিল বলে স্থানীয় মানুষ অভিযোগ করেছেন। এই ব্রিজের নিচ দিয়ে চলে গিয়েছে রেলরাইন। সেই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।