ফরিদপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংর্ঘষের জেরে একজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া ছালছা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ারপট্টি গ্রামে দফায় দফায় সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাখাওয়াত মাতব্বর। এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ছালছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন মানবজমিনকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষ শুরু হয় সোমবার সন্ধ্যা থেকে। রাতভর তাদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে আজ মঙ্গলবার সকাল থেকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর দুই ছেলে আয়মান আকবর চৌধুরী বাবলু ও শাহদাত আকবর চৌধুরী লাবলুর দুই সমর্থক রাশেদ মাতবর এবং বাদশা মিয়ার মধ্যে অনেক দিন ধরেই আধিাপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরেই সংঘর্ষ শুরু হয়।