গাজীপুর: সদর উপজেলার জাঙ্গালিয়াপাড়া বাংলাবাজার এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ ফজল এর ছোট ছেলে নাসিম (২৪) এর উপর সস্ত্রাসী হামলার হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সিরাজগন্জ জেলার শালদাও গ্রামের ছবের শেখ এর ছেলে শামীম (৪০) আনেছা বেগম (৩২)স্বামীঃ শামীম, মোঃ লিখন হেলাল চৌধুরী, জাঙ্গালিয়াপাড়া বিল্লাল হোসেনের ভাড়ীর ভাড়াটিয়া
গত ২০/০৮/২০১৮ ইং তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় আসামী শামীমের মোবাইল ০১৯৯৬৫৯৭৫৮৮ নাম্বার থেকে নাসিমের মোবাইলে ০১৭২২৪৪৩৬৪১ নাম্বরে ফোন করে শামীম বলেন তোমার বড় ভাই আলী হোসেন, জাঙ্গালিয়াপাড়া বাইদের টেক বাগদাদ হাউজিং এর জমিতে আমার নিকট আছে। বাইদের টেক বাগদাদ হাউজিং এর সমনে আসো না আসলে তোমার ভাইয়ের বড় ধরনের ক্ষতি হবে। রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় নাসিম (২৪) বাইদের টেক বাগদাদ হাউজিং এলাকায় যাওয়া মাত্র সন্ত্রাসী লিখন,শাশীম,হেলাল চৌধুরীসহ অজ্ঞ ত আরো ৩/৪ জন আসামী-সহ পুর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে রামদা, চাপাতি, লোহার রড অস্ত্রে শস্ত্রে সাজ্জিত অবস্থায় ওৎপাতিয়া চারদিক হইতে ঘোরাও করিয়া মারপিট শুরু করেন।২নং আসামী শামীম তাহার হাতে থাকা চাপাতি দ্বারা নাসমিকে জবাই করিয়া হত্যা করার চেষ্টা করে।নাসিম ধস্তাধস্তি করিয়া সন্ত্রাসীদের নিকট থেকে ছুটিয়া দৌড় দিলে সন্ত্রাসী লিখন (৩০) রামদা দ্বারা মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে তাহার বাম পায়ের রানে রগকাটা গুরুত্ব রক্তাক্ত জখম হয়। নাসিমের ডাক-চিৎকার শুনিয়া আসে-পাসের লোকজন রক্তাক্ত অবস্থায় তাহাকে উদ্ধার করিয়া গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়।কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গ হাসপাতালে রেফার করেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জনাযায় সন্ত্রাসী লিখন,শাশীম,হেলাল চৌধুরী মামলার আসামীরগন মাদকের সাথে সংশ্লিস্ঠ উক্ত ঘটনার প্রেক্ষিতে নাসিমের বাবা বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১৩, ধারা ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৪।