১৬ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেল। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির উপকন্ঠে গড়ে ওঠা উপনগরী নয়ডার গৌতম বুদ্ধ নগরে।
জানা যায়, দস্তমপুর গ্রামের বাসিন্দা সেই কিশোরী সেলাই ক্লাস থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে তাকে অপহরণ করে। এরপর তাকে জোর করে মদ খাইয়ে তাকে মারধর করা হয়। এরপর দু’জনে তাকে ধর্ষণ করে।
পরের দিন তাকে বাড়ির বাইরে ফেলে রেখে চলে যায়। স্থানীয় থানায় নির্যাতিতার বাবা অভিযোগ দায়ের করে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ৩৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।