কোস্টগার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোস্টগার্ডের মানোন্নয়নে সিজি বেইজ অগ্রযাত্রা নামে এ প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের প্রথম কোস্টগার্ড প্রশিক্ষণ ‘কেন্দ্র সিজি বেইজ অগ্রযাত্রা’র উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বিশাল সমুদ্রসীমা এবং উপকূল রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা অসামান্য। তাই কোস্টগার্ডকে আরো যুগপোযোগী করতে আমাদের সরকার কাজ করেছে।
দুপুর আড়াইটার দিকে ৪৩ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টকা ব্যয়ে নির্মিত এ কেন্দ্রেটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পটুয়াখালী শহর থেকে তিন কিলোমিটার পশ্চিমে পটুয়াখালী-মির্জাগঞ্জ মহাসড়কের দক্ষিণে ২৩ দশমিক ৬৮ একর জমির ওপর কোস্টগার্ডের প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করছে পটুয়াখালী গণপূর্ত বিভাগ।
কোস্টগার্ড সদস্যদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত সিজি বেইজ ছাড়াও ৫৮ কোটি টাকার আরো ১২টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
৪৩ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টকা ব্যয়ে নির্মিত এ কেন্দ্রে মোট ১৯টি ভবন রয়েছে।
এরই মধ্যে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, কমান্ড্যান্ট বাংলো, অফিসার্স মেস, অফিসার্স বাসভবন, নাবিকদের বাসস্থানসহ প্যারেড গ্রাউন্ড, এমটি শেড ও খেলার মাঠ নির্মাণ করা হয়েছে। ভবনগুলো আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত।
ঘন কুয়াশার কারণে পটুয়াখালী যাত্রা কিছুটা বিলম্ব হলেও প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দুপুর ২টা ১২মিনিটে শহরের পশ্চিমপাশে দূর্গাপুর এলাকায় নির্মিত কোস্টগার্ডের প্রশিক্ষণ কেন্দ্রের হেলিপ্যাডে অবতরণ করে।