সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর অবৈধ পশুর হাট উচ্ছেদে বাধ্য হয়ে মাঠে নামলো ছাত্রলীগ। রাস্তার দখল করে অবৈধ পশুর বসানোর কারনে পথচারীর দুর্ভোগ চরম আকার ধারন করে।
আইন শৃংখলা বাহিনী তা দেখেও না দেখার ভান করায়, পথচারীদের কষ্ট লাগবে মাঠে নামে ছাত্রলীগ। সিলেট নগরীর শাবি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (২১ আগস্ট) সকালে তাঁরা এ অবৈধ কোরবানির পশুর হাট উচ্ছেদ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক শহীদ অাকীল অপু, সদস্য অাফছর রহিম, মদন মোহন সরকারি বিশ্বিবিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাহুল লিমন, ছাত্রলীগ নেতা হেলাল মাহমুদ, কামাল সিদ্দিকী, অাহমদ জাহান সোহান, সৌরভ দাস।
এ প্রসঙ্গে মহানগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক শহীদ অাকীল অপু বলেন- রাস্তায় কোনোভাবে পশুর হাট বসতে পারেনা। রাস্তায় যাতায়াতকারী জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছিলো এ অবৈধ পশুর হাটের কারণে। জনসাধারণের ভোগান্তি লাঘবে আমরা এই অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছি।