মোঃ জাহিদুল ইসলাম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আজ ২১ আগষ্ট মানব সেবা সামাজিক সংগঠনের উদ্যোগে ডিমলা উপজেলা অডিটরিয়ামে ডাঃ নিরঞ্জন কুমার রায় এর সভাপতিত্বে স্বপ্ন পূরণ নামে ২৪০ জন শিশুদের মাঝে নাম মাত্র ১০/- টাকা মূল্যের ঈদ ও পূজা উপলক্ষে অসহায়, দরিদ্র, এতিম, দুস্থ্য পরিবারের শিশুদের নতুন পোষাক দেওয়া হয় এবং ৮৫ জন মেয়ে শিশুকে কাপড় সেলাই খরচ বাবদ- ১০০/- টাকা করে প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ এর সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি- বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ডিমলা, মোছাঃ নাজমুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা-ডিমলা, ওয়ারেজ কুলনী প্রধান (সজীব) সিনিয়র যুগ্ম জজ বিদ্যুৎ বিভাগ, রংপুর, মোঃ মফিজ উদ্দিন শেখ, অফিসার ইনচার্জ, ডিমলা থানা, মোঃ মহিকুল ইসলাম, প্রধান শিক্ষক, দিলরুবা মহিকুল শিক্ষ্ ানিকেতন, মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউ.পি চেয়ারম্যান-ডিমলা। এছাড়াও স্থানীয় গন্যমান্য সুধীজন ও গণমাধ্যম কমী, মানব সেবা সামাজিক সংগঠনের নেতা- মাসুদ পারভেজ রুবেল, সারোয়ার জাহান সোহাগ, নয়ন, কাজল, শান্ত, রাসেল, রনি সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ডিমলায় এ ধরনের একটি মহৎ উদ্যোগ নেওয়ায় তিনি সংগঠনের নেতৃকর্মীকে ধন্যবাদ জানান এবং জননেত্রী শেখ হাসিনার মানব সেবা কার্যক্রমের বিভিন্ন দিক আলোচনা করেন এবং তিনি দরিদ্র মানুষকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।