স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের কোন পথ নেই মন্তব্য করে বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও পঁচাত্তরের খুনিদের এ দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে এ দেশের মানুষ আবারও উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দেবে এবং শেখ হাসিনাই হবেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী।
তিনি সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরের সীমান্ত বাজার মহিলা কলেজে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
বিকেলে তিনি সিরাজগঞ্জে শিয়ালকোলে সাড়ে নয় শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জাতীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম, মনসুর আলী মেডিকেল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডাঃ কৃষ্ণ কুমার পাল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ও বাগবাটি ইউনিয়নের প্রায় সোয়া তিন শ’ দুঃস্থ পরিবারের মধ্যে সরকারের অনুদানে নির্মিত ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন মমতাময়ী মানুষ উল্লেখ করে তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা আর বোনের ভালবাসা দিয়ে এ দেশের গরীব, অসহায় দুঃস্থ পরিবারের আশ্রয়ের ব্যবস্থা করেছেন। আশ্রয়হীনদের আশ্রয়ণ প্রকল্পে জমি এবং বাড়ী নির্মাণ করে নিরাপদে ঘুমানোর ব্যবস্থা করেছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল লতিফ কারিন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রাযহান, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং রতনকান্দি ইউপি মেম্বর সাইদুল ইসলাম জুড়ান।