যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা। এ উপলক্ষে রোমের তরপিনাতার সুন্দরবন রেষ্টুরেন্টে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত, এক মিনিট নীরবতা পালন এবং ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ইতালি ছাত্র লীগের সহ-সভাপতি অনিক হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব-ইউরোপ আওয়ামী সহ-সভাপতি কে. এম লোকমান হোসেন। প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহাম্মদ, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার জামান, মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা মলি, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, মহিলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদিকা পপি শামিমা, ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন শাহারিয়ার, দফতর সম্পাদক সুমন কাজী, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, রাইয়ান চৌধুরী, নয়ন হাওলাদার, সজিব, আহাদ, সম্রাট, আল আমিন, সিপক প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, প্রবাসে দলীয় গ্রুপিং না করে আসুন আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করি।