পাকিস্তানে সেনাদের প্রশিক্ষণ দেবে রাশিয়া

Slider সারাবিশ্ব


ঢাকা: পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেবে রুশ সামরিক বাহিনী। মঙ্গলবার সই হওয়া দুই দেশের একটি চুক্তি অনুসারে, রুশ সামরিক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে পাকিস্তানি সেনারা প্রশিক্ষণ নিতে পারবেন।

পাক প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ ফেডারেশনের ইনস্টিটিউটগুলোতে পাকিস্তানের সেনাদের প্রশিক্ষণের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে।

রুশ-পাকিস্তান যৌথ সামরিক পরামর্শমূলক কমিটির(জেএমসিসি) প্রথম বৈঠক শেষে এ চুক্তি সই হয়েছে।

চলতি বছরের শুরুতে পাকিস্তানের তখনকার পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ মস্কো সফরকালে সামরিক সহযোগিতার জন্য একটি কমিশন গঠনের ব্যাপারে একমত হয়েছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল অ্যালেক্সান্ডার ফোমিন ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) জামিরুল হাসান শাহ নিজ নিজ পক্ষের নেতৃত্ব দিয়েছেন।

আলোচনার সময় দুপক্ষই দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছে। ২০১৪ সালের নভেম্বরে দুই দেশে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করে। পরের বছর অক্টোবরে রাশিয়া ও পাকিস্তান সই করে সামরিক-প্রযুক্তি সহযোগিতা চুক্তি। এতে দুই দেশের মধ্যে অস্ত্র সরবরাহ ও অস্ত্র নির্মাণে সহযোগিতার কথা বলা হয়েছে।

গত তিন বছরে রাশিয়া পাকিস্তানকে চারটি এমআই-৩৫এম যুদ্ধবিমান ও কার্গো হেলিকপ্টার সরবরাহ করেছে। বন্ধুত্ব শিরোনামে দুই দেশ যৌথ মহড়ারও আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *