পাকিস্তানের দুর্নীতি দমন শাখার জেরার মুখে ইমরান খান

Slider বিচিত্র

পদে বসতে আর মাত্র কয়েক দিন বাকি৷ এরই মধ্যেই বেশ কিছুটা কোণঠাসা ইমরান খান৷ তার বিরুদ্ধে পাকিস্তান সরকারের আর্থিক ক্ষতির অভিযোগ তোলা হয়েছে৷ দেশটি ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে ৭২ ঘন্টারও বেশি সময় ধরে হেলিকপ্টার উড়িয়েছেন তিনি৷

সেই অভিযোগের তদন্ত করছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো(এনএবি) বা ন্যাব৷ সূত্রের খবর, খাইবার পাখতুনখোওয়া প্রদেশে ২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে ইমরানের দল পিটিআই। সেখানেই ৭২ ঘন্টারও বেশি সময় ধরে সরকারি হেলিকপ্টার চালিয়ে সরকারের প্রায় ২১ লক্ষ টাকা ক্ষতি করেছেন ইমরান খান বলে অভিযোগ।

আর সেই অভিযোগেই মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ন্যাব৷
গত ৩ আগস্ট এই জিজ্ঞাসাবাদের জন্য তাকে নোটিস পাঠায় ন্যাব৷ সেখানে বলা হয়, ৭ই আগস্ট তাকে জেরা করা হবে৷ সেই মতে, গতকাল মঙ্গলবার ইমরান খানকে ন্যাবের জেরার মুখে পড়তে হয় সরকারিভাবে তিনি যে হেলিকপ্টারটিতে চড়েছিলেন, তাতে তিনি চড়তে পারেন না বলে জানানো হয়েছিল৷ নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন হেলিকপ্টারটি, তাও ৭২ ঘন্টারও বেশি সময়ের জন্য৷

ইমরান ও তার আইনজীবীদের মোট ১৫টি প্রশ্ন করা হয় বলে জানা গেছে৷ এই প্রশ্নগুলির উত্তর আগামী ১৫ দিনের মধ্যে দিতে হবে ইমরান খানকে৷ ন্যাবের পেশোয়ারের দফতরে ইমরান খানের আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷

তবে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান৷ তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে ফাঁসানো হচ্ছে৷ এর আগে, ১৮ই জুলাই তাকে নোটিস পাঠানো হয়েছিল৷ কিন্তু সেদিন আসতে পারেননি তিনি৷ তার আইনজীবী উপস্থিত থেকে পরবর্তী একটি দিনের জন্য আবেদন করেছিলেন৷ তারপর ৭ই আগষ্টের দিন চূড়ান্ত ঘোষণা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *