নিরাপদ সড়ক দাবির আন্দোলনে রাজধানীতে শিক্ষার্থীদের ওপর হামলা ও আটকের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ফটকে জোটের আহবানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
একই সঙ্গ রবিবার ধর্মঘট আহবান করেন জোটের আহবায়ক জুয়েল রানা।
বিক্ষোভকারীর হামলার প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেয়ার পর সাংস্কৃতিক কর্মীরা ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে চলে যান।
এদিকে, নিরাপদ সড়ক দাবির আন্দোলনে রাজধানীতে শিক্ষার্থীদের ওপর হামলা ও আটকের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। স্কুল ও কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ রাবি শাখা এই ধর্মঘটের ডাক দিয়েছে।