কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে। সাক্ষাৎকারসহ ভর্তির সব কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিল। ভর্তির কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার আজ বুধবার বলেন, ভর্তির প্রক্রিয়া শুরুর পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হন। এর জের ধরে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুড়িয়ে দেন বিশ্ববিদ্যালয়ের ৩৫টি বাস। ভাঙচুর করেন আরও আট-দশটি। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়। সার্বিক ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।