গাজীপুর অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুর শহরের হাবিবুল্লাহ সরণীতে দেশীয় অস্ত্রের মহড়া হয়েছে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনা গেছে। তবে কেউ হতাহত হয়নি।
আজ বুধবার বিকাল ৩টার দিকে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ এক দল যুবক দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নগর ভবন এলাকা থেকে হাবিবুল্লাহ সরনী দিয়ে পৌর সুপার মার্কেটের দিকে যেতে থাকে। এ সময় ধর ধর বলে চিৎকার চেঁচামেচি হওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। খবর পেয়ে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
অনুসন্ধানে জানা যায়, পৌর সুপার মার্কেট এলাকায় অবস্থিত ব্যাটারী চালিত অটোরিক্সা ষ্ট্যান্ডের চাাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গুলাগুলির ঘটনা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।