আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে কমবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষে বুধবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে এ খাতে আমাদের ভর্তুকি অনেকটা কমেছে। তবে বিদ্যুৎ খাতে আমাদের ভর্তুকির পরিমাণ বেশি হওয়ায় দেশের বাজারে জ্বালানি তেলের দাম আপাতত কমানোর বিষয়ে ভাবছে না সরকার।
বিদ্যুতের বকেয়া বিল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠানের বিল বকেয়া আছে। তা আদায়ের চেষ্টা চলছে।‘
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় চার হাজার কোটি টাকারও বেশি বিদ্যুতের বকেয়া বিল আদায়ে সফলতা দেখাতে পারছে না দেশের পাঁচটি বিতরণ কোম্পানি। এর মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বকেয়া রয়েছে এক হাজার ২৭৭ কোটি ৬৫ লাখ টাকা। আর পিডিবির চেয়েও বকেয়ার পরিমাণ বেশি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি)। গ্রাহক সংখ্যার হিসাবে সবচেয়ে বড় এই কোম্পানির বকেয়া হচ্ছে এক হাজার ৩৩৮ কোটি ৫৪ লাখ টাকা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ৯২০ কোটি, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) ৪৭১ কোটি ৮৩ লাখ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বকেয়ার পরিমাণ হচ্ছে ২৭৯ কোটি ৭২ লাখ টাকা।
‘জ্বলছে আলো, চলছে দেশ, আলোকিত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। এর অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে তিন দিনব্যাপী বিদ্যুৎ মেলা। এ মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ১১ থেকে ১৩ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের বিদ্যুৎ মেলাতে মোট ৯৭টি স্টল থাকবে। এ ছাড়া মেলায় থাকবে সেমিনার ও আলোচনাসভা।