রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জাতীয় মৎস সপ্তাহ্ এর সমাপনী অনুষ্ঠানে দুই সফল মৎসচাষীকে সম্মাননা প্রদান করেছে উপজেলা মৎস অফিস। সম্মাননা পেয়েছেন, উপজেলা বিআরডিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আশিক বিন ইদ্রিস ও অ্যাড.জহিরুল ইসলাম।
রবিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের ক্ষণিকা সভা কক্ষে সম্মাননা পত্র ও ক্রেস্ট তাদের হাতে তুরে দেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো.সোহেল রানা, উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মো.বদিউজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডা.মঈনুল হক খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এএসএম মোহিতুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মো.কবির হোসেনসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।