নতুন কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গা নিয়ে আগ্রহের শেষ থাকে না। সংশ্লিষ্ট জায়গার আবহাওয়া, সংস্কৃতি, দর্শনীয় স্থান, জনপ্রিয় খাবার, সবকিছুই।
সঙ্গে থাকে আগাম পরিকল্পনাও। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে যশপ্রীত বুমরাহও এই দেশকে নিয়ে নানারকম পরিকল্পনা করেছিলেন। সেকথা নিজেই স্বীকার করে নিয়েছেন ভারতীয় দলের এই তরুণ বোলার।
শুধু মাঠে নেমে খেলা নয়, ইংল্যান্ডকে উপভোগ করতে চান। বুমরাহ বলেছেন, ‘আমি যখনই নতুন কোনো দেশে যাই, আগে থেকেই পরিকল্পনা করে নেই। সেই দেশের বেশকিছু ভিডিও দেখি। লম্বা সফর উপভোগ করার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেটাই আমি অনুসরণ করার চেষ্টা করি। যে দেশে যাচ্ছি, সেই দেশকে উপভোগ করা দরকার।
দর্শনীয় স্থান ভ্রমন করতে হবে। আর সেটা করলে পারফরমেন্সের ওপর প্রভাব পড়ে। ’
উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় আঙুলে চোট পান বুমরাহ। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ থেকে ছিটকে যান। প্রথম টেস্টেও খেলতে পারবেন না।