মজলুমের রক্তেভেজা শরীর, জাতির জন্য অশনিসংকেত ———-ডা.মাজহার

Slider রাজনীতি

20170911_114804

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেছেন, দেশের মজলুম কলমসৈনিক মাহমুদুর রহমানের রক্তেভেজা শরীর জাতির জন্য ভয়ঙ্কর অশনিসংকেত। কুষ্টিয়ার আদালতে প্রশাসনের সামনে এহেন নৃশংস ঘটনায় প্রমানিত হয়েছে,ক্ষমতাসীনদের হাতে আজ দেশের বিবেক রক্তাক্ত। তিনি বলেন, ইতিহাস স্বাক্ষ্য দেয়, যেকোন স্ব্বৈরাচার পতনের পূর্বলক্ষণকালেই এমন ন্যাক্কারজনক ঘটনার আবির্ভাব ঘটতে থাকে। দেশ আজ দ্রুতগতিতে শ্বাসরুদ্ধকর এক অস্বাভাবিক শাসনের অতলে নিমজ্জিত হয়েছে। গণতন্ত্রের কান্ডারী দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করেই জাতি এই অরাজকতার ইতি ঘটাবে, ইনশাল্লাহ। বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্মসম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ বলেন, অবিলম্বে মাহমুদুর রহমানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করছি।

গাজীপুর শহরের রহমান প্লাজায় গাজীপুর সদর থানা জিয়া পরিষদের এক তাৎক্ষণিক প্রতিবাদ সভায়, সংগঠনের সভাপতি মাফিকুর রহমান সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহেল, বিএনপি নেতা এড. মনির হোসেন, থানা জিয়া পরিষদের সাধারন সম্পাদক আজহারুল ইসলাম মন্ডল, এড. মেহেদী হাসান জনি, এড. আবুল কালাম প্রমুখ।

প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *