রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার উপজেলার ছয়ঘাটি ও রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ফরাদপুর গ্রামের এমদাদ হেসেন চান্দু (৫০) ও তার নিকটাত্মীয় খুসবু তাজনিম (১৪) এবং রেলগেট কসাইপাড়া গ্রামের জসিম উদ্দিন (২০)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলে করে রাজশাহী যাচ্ছিলেন চান্দু। পথিমধ্যে উপজেলার ছয়ঘাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হন।
অন্যদিকে, ভোর সাড়ে ৫টার দিকে মাংস বিক্রেতা জসিম রেলগেট বাজারে গরু জবাই করে মহাসড়কের পাশে দোকানে বসেছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাংসের দোকানে ঢুকে যায়। এতে চাপা পড়ে জসিম ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছেন। তবে হেলপারকে আটক করা হয়েছে। ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে। আর দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হযেছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।