ভর্তি জালিয়াতিতে জড়িত জবি শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

Slider শিক্ষা

201646_bangladesh_pratidin_bbbdpratidiin_jgonat

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব বিন বারীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রাথমিক সত্যতার ঘটনায় গত ২২ মার্চ জারিকৃত অফিস আদেশের মাধ্যমে ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব বিন বারীকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় এবং তাকে স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবে না তার লিখিত জবাব দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

আকিব বিন বারীর গত ২৮ মার্চ তারিখ এ লিখিত জবাব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাছে। যা বিশ্বদ্যিালয়ের কাছে বিবেচিত হয়নি এবং অভিযোগের সত্যতা পাওয়া যায় তার এ আচরন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুলভ আচারণ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
এ প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আকিব বিন বারী-কে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *