শিশুদের পড়াশোনার অধিকার দেওয়া ও তাদের শৈশব ফিরিয়ে দেওয়ার দীর্ঘ লড়াই শেষ নোবেল পুরস্কার পেতে চলেছেন ভারতের কল্যাণ সত্যার্থী ও পাকিস্তানের মালালা ইউসুফজাই। বুধবার অসলোর অনুষ্ঠানে এই পুরস্কার পাবেন তাঁরা।
তার আগে সত্যার্থী বললেন, ‘যদি একজন শিশুও বিপদে থাকে, তার মানে পুরো বিশ্ব বিপদে রয়েছে। সাংবাদিক বৈঠকে বসে মালালা বললেন, এই পুরস্কারের মানে শুধুই বাড়িতে গিয়ে সাজিয়ে রাখা নয়। এখান থেকে আমরা সন দেশের যুব সম্প্রদায়কে বলছি তারা যেন সামনে এসে প্রতিবাদ করে।
সত্যার্থী বলেন, মালালা আমার দেখা অন্যতম সাহসী এক মেয়ে। ও আমার মেয়ের মত। পাকিস্তানের মিডিয়ায় এই নোবেলপ্রাপ্তির অনুষ্ঠান বয়কট করা হয়েছে। নোবেলপ্রাপ্তির আগে দুজনেই লড়াই করার অঙ্গীকার করেন তিনি।