একমাসের বিশ্বকাপ শেষ। এবার শুরু ক্লাব ফুটবল।
দেশ পর্ব সেরে সকলেই একে একে ফিরছেন যার যার ক্লাবে। কেউ আবার বেছে নিয়েছেন নতুন ক্লাবও। সেই তালিকায় রয়েছেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশ্বকাপে তার দেশে বিশেষ কিছু করতে পারেনি। তার নামের পাশে হ্যাটট্রিক লেখা হলেও সেই ম্যাচে পর্তুগাল ৩-৩ গোলে ড্র করেছিল। বিশ্বকাপকে বিদায় জানাতে হয়েছে রাউন্ড অব ১৬ থেকেই।
তার মধ্যেই কানাঘুঁষা শোনা যাচ্ছিল বিরাট অঙ্কের টাকার বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন তিনি। দিন গড়াতেই সেই খবরের সত্যতা সামনে চলে আসে। জুভেন্টাসে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
রবিবারই ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আর তারপর দিনই জুভেন্টাসে হাজির রোনালদো। ক্লাবে পৌঁছে কর্তাদের সঙ্গে দেখা করলেন তিনি। তার পর চলল মেডিকেল টেস্ট। টেস্টের সময় রোনালদোর ওয়াকারে হাঁটার ভিডিও টুইটারে পোস্ট করল জুভেন্টাস।