ডিএনএ’র গঠন উন্মোচন করে পাওয়া মার্কিন প্রফেসর জেমস ওয়াটসনের নোবেল পুরস্কারের মেডেলটি নিলামে ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
এই প্রথমবারের মতো কোন নোবেল লরিয়েট নিজের জীবদ্দশাতেই নোবেল পুরস্কারের পদক নিলামে বিক্রি করেছেন। নিলামকারী প্রতিষ্ঠান এই মেডেলের মূল্য ২৫ থেকে ৩৫ লাখ মার্কিন ডলার হতে পারে বলে আভাস দিলেও এটি ধারণাতীত মূল্যেই বিক্রি হয়েছে। ১৯৬২ সালে ওয়াটস, মুরিচ উইকিনস এবং ফ্রান্সিস ক্রিক ডিএনএ’র গঠন উন্মোচন করে নিজেদের অবদানের স্বীকৃতি স্বরূপ যৌথভাবে নোবেল পুরস্কার পান। তাদের প্রত্যেককেই সোনার পদক দেয়া হয়। প্রফেসর ওয়াটসন বলেন, বিজ্ঞান গবেষণার জন্য তিনি এই অর্থ দান করবেন। এই নিলাম থেকে পাওয়া অর্থ অংশ যাবে ইউনিভার্সিটি অব শিকাগো, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্ল্যারে কলেজ, কোল্ড স্প্রিং হারবোর ল্যাবরেটরি, লং আইল্যান্ড ল্যান্ড ট্রাস্ট এবং আরো বেশকিছু দাতব্য প্রতিষ্ঠানে। ২০১৩ সালে ফ্রান্সিস ক্রিকের নোবেল মেডেল ২২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। তিনি ২০০৪ সালে মারা যান।