অ্যান্টিগার লজ্জা ভুলতে জ্যামাইকায় মাঠে নেমেছিল সাকিবরা। কিন্তু স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৪ রানের জবাবে ১৪৯ রানেই অলআউট বাংলাদেশ দল।
টাইগারদের ফলোঅনের লজ্জায় ফেলতে চাননি বলেই দ্বিতীয় ইনিংসে ব্যাট নিয়ে নেমে পড়েছেন ক্যারিবীয়রা।
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০ (তামিম ৪৭, সাকিব ৩২, মুশফিক ২৪, লিটন ১২, তাইজুল ১৮, মিরাজ ৩; হোল্ডার ৫/৪৪)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৪/১০ (ব্রাথওয়েট ১১০, হিতমার ৮৬; মিরাজ ৫/৯৩, আবু জায়েদ ৩/৩৮)।
২০৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ থেকে ২২৪ রানে এগিয়ে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০.১ ওভারে ৪৪ রানে ৫ উইকেট শিকার করেন জেসন হোল্ডার। এছাড়া গ্যাবব্রিয়েল ও কাওয়েল ২টি করে উইকেট নেন।