নিজেদের ইতিহাসের সেরা সময়ে পার করছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের শুরুর ধাপগুলো দারুণ ভাবেই পার করে সেমিফাইনালে উঠেছেন সালমারা।
আর সেমির লড়াইয়ে আজ স্কটল্যান্ডকে হারালেই বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর তিনটি ম্যাচেই বড় দলের মতই খেলেছে সালমার দল। নিজেদের শেষ ম্যাচে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৩১ বল হাতে রেখে আট উইকেটের জয় শুরু করে টাইগ্রেসরা। একই ভাবে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডকে ৭৩ বল হাতে রেখে সাত উইকেটে হারায় রোমানা-সালমারা।
আজ জিতলেই ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে বাংলাদেশ। স্কটিশ মেয়েদের হারালে ফাইনালে আয়ারল্যান্ড ও পাপুয়া নিউ গিনির মধ্যকার যে কোনো দলের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।