থাইল্যান্ডের একটি গুহায় আটকে পড়া দলটির আরও চারজনকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আটকা পড়া মোট ১৩ জনের মধ্যে মোট আটজনকে বের করে আনা হলো।
এর আগে রবিবার চারজনকে উদ্ধার করা হয় যারা সবাই এখন হাসপাতালে রয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানানো হয়। এরপর উদ্ধার অভিযানে প্রায় ১০ ঘণ্টার একটি বিরতি দেয়া হয়েছিল।
এরপর সোমবার আবার উদ্ধার অভিযান শুরু হয়।
বার্তা সংস্থা রয়টার খবর দিয়েছে- যে উদ্ধারকারীরা স্ট্রেচারে করে বের করে আনা কিশোরদের এ্যামবুলেন্সে তুলছেন বলে দেখা গেছে।
সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, পুলিশ হেলিকপ্টারে করে উদ্ধারকৃতদের নিয়ে যাওয়া হচ্ছে। চিয়াং রাই প্রদেশের ওই গুহাটিতে আটকা পড়ে ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচ দু’সপ্তাহেরও বেশি আগে।
উদ্ধার করা কিশোরদের কারো পরিচয়ই এখনো প্রকাশ করা হয়নি, এবং তাদের পরিবারের লোকেরাও এখনো তাদের সাথে দেখা করতে পারেননি।