জাপানে কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। মধ্য ও পশ্চিমাঞ্চলজুড়ে হওয়া এ টানা বৃষ্টিপাত ১৬ লাখেরও বেশি জাপানিকে ঘরছাড়া করেছে।
তুমুল বৃষ্টি ও একারণে সৃষ্ট ভূমিধসের পর অর্ধশতাধিক মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে শনিবার জাপানের গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবিসি’র খবরে বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে ক্ষতির আশঙ্কায় প্রায় ১.৫ মিলিয়ন মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। হাজার হাজার পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী ও সৈন্যরা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, রাজধানী টোকিওর প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে মোতয়ায়া শহরে শুক্রবার ও শনিবার প্রায় ৫৮৩ মিমি বৃষ্টিপাত হয়েছে। সংস্থাটি বলেছে, রোববার আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাপানের প্রধান দ্বীপ হনসুর চারটি প্রশাসনিক এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ভূমিধস, নদীর পানি বৃদ্ধি এবং বৃষ্টিপাতের মধ্যে শক্তিশালী বাতাসের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।