ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় যানজটে

Slider বিচিত্র

215715_bangladesh_pratidin_pp

রাজধানী ঢাকাবাসীর দৈনিক ৩ দশমিক ২ মিলিয়ন অর্থাৎ ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট করছে যানজট। বিশ্ব ব্যাংক প্রকাশিত এক পরিসংখ্যানে এমনটাই তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় বিষয়ক প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা, পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্থনি ভেনাবল প্রমুখ। প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দেন।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় প্রতিবছরই বসতি বাড়ছে। ১৯৮০ সালে ঢাকার জনসংখ্যা ছিলো ৩ মিলিয়ন বা ৩ লাখ; বর্তমানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ মিলিয়ন বা ১ কোটি ৮০ লাখে। এর মধ্যে সাড়ে তিন মিলিয়ন লোক বস্তিতে বসবাস করে। এই ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালে ঢাকায় বসতি দাঁড়াবে ২৫ মিলিয়ন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিগত ১০ বছরে যান-চলাচলের গড় গতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে কমে ৭ কিলোমিটারে পর্যন্ত নেমে এসেছে, যেখানে পায়ে হেঁটে চলার গড় গতি হচ্ছে ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

গ্লোবাল সিটির অংশ হিসেবে ঢাকাকে কিভাবে বাংলাদেশের অর্থনীতির ‘পাওয়ার হাউস’ হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেই গবেষণাও করেছে বিশ্ব ব্যাংক; যা এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য বলে অনুষ্ঠানে জানায় সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *