ভারী বর্ষণের ফলে পাকিস্তানে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে মঙ্গলবার বৃষ্টিপাতের পর এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর খালিজ টাইমসের।
জরুরি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় উর্দু টেলিভিশন আব তাক জানিয়েছে,
খবরে বলা হয়, পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরের ভিন্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পুলিশসহ ছয়জন নিহত হন। ভিন্ন ঘটনায় জোহার এলাকায় একটি ভাঙাচোরা বাড়ির ছাদ ধসে পড়লে কমপক্ষে ছয়জন আহত হয়। সেখান থেকে উদ্ধার করে তাদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। তবে বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।