বিব্রতই হয়ে পড়েছিলেন লিওনেল মেসি, সের্হিয়ো আগুয়েরো, গনসালো হিগুয়াইনরা। কাজানে আর্জেন্টাইন দল উঠেছে রামাদা হোটেলে। হোটেলের জানালা খুলতেই যে দৃষ্টি কাড়ে ক্রিস্তিয়ানো রোনালদোর বিশাল ছবি! মেরুন জার্সিতে একটা চোখ টিপে দুষ্টুমির হাসি পর্তুগিজ অধিনায়কের মুখে। যেন পাহারা দিচ্ছেন আর্জেন্টাইন খেলোয়াড়দের! চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর ছবি হোটেলের বাইরে দেখাটা বিব্রতকরই মেসির জন্য। তাই আর্জেন্টাইন দল থেকে অনুরোধ জানানো হয় মেসিরও যেন এ ধরনের বড় ছবি এঁকে দেওয়া হয় হোটেলের বাইরে। রাখা হয়েছে সেই অনুরোধ। রামাদা হোটেলের বাইরে বিশাল প্রতিকৃতি আঁকা হয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার। শুক্রবার রাত জেগে কাজানের এক শিল্পী হোটেলে আঁকেন সেই ছবি। তবে এ ‘দ্বৈরথে’ নতুন মাত্রা যোগ করেছে অজানা কোনো রোনালদো ভক্ত, যিনি কিনা ছবির পাশে লিখেছেন, ‘আমি চার গোল করে ফেলেছি, তুমি এটা ছাড়িয়ে যেতে পারবে তো মেসি?’
গত বছর ফিফা কনফেডারেশনস কাপে পর্তুগাল ছিল কাজানের এই হোটেলে। তখনই রোনালদোর সম্মানে হোটেলের পাশের এক বিল্ডিংয়ে আঁকা হয় রোনালদোর বিশাল প্রতিকৃতি। সেটা রয়ে গেছে এক বছর পরও। নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হলে মেসিদের কাজানে আসারই কথা ছিল না। রানার্স-আপ হওয়ায় ফ্রান্সের বিপক্ষে খেলতে এখানে এসেছেন মেসিরা।
সূত্র: এএফপি