ইয়ান বেদনারেকের গোলে জাপানের বিপক্ষে এগিয়ে গেল পোল্যান্ড। ম্যাচের ৫৯ মিনিটে জটলা থেকে শট করে দলকে ১-০ ব্যবধানে লিড পাইয়ে দেন এই পোলিশ।
এর আগে পোল্যান্ড ও জাপানের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ গোল পায়নি কোনো দল। দু’দলের বল পজিশন ছিল প্রায় সমান। তবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় তারা।
বিশ্বকাপের ৪৫তম ম্যাচে ভলগোগ্রাদে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামে পোল্যান্ড ও জাপান।
নিচে দু’দলের শুরুর একাদশ দেয়া হলো।
জাপান: এইকাওয়াশিমা, ইয়ুতো নাগাতোমো, গাকু শিবাসাকি, শিনজি ওকাজাকি, তাকাশি উসামি, ইয়োশিনোরি মুতো, হোতারু ইয়ামাগুচি, হিরোকি সাকাই, তোমোয়াকি মাকিনো, তোতোকু সাকাই, মায়া ইয়োশিদা।
পোল্যান্ড: লুকাস ফাবিয়ানস্কি, আর্তুর ইয়েদ্রেজিকজিক, ইয়ান বেদনারেক, ইয়াসেক গোরালস্কি, রবার্ত লেভানডভস্কি, গ্রেজেগর্জ ক্রাইচোভিয়াক, কামিল গোসিকি, কামিল গ্লিক, বারতোস বেরেসজিনস্কি, পিতর জিয়েলিনস্কি, রাফাল কুরজাওয়া।